১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের "কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ" অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৫
95
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের জামায়াত ইসলামীর কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী বিকেল সাড়ে তিনটায় ডামোশ গ্রামের আয়োজনে মাঝের পাড়ার ঈদগাহ ময়দানে কৃষিজীবী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্ম পরিষদ সদস্য ও আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আমরা কৃষি প্রধান দেশ বসবাস করি, এদেশের কৃষি বাঁচলে বাংলার মানুষ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। কৃষকদের ভাগ্যের উন্নতি, শ্রমের অধিকার ও পণ্যের মূল্য কৃষক যেন সঠিকভাবে পাই সে লক্ষ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আগামী দিন যেন ন্যায় নীতির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য সকলে মিলে কাজ করতে হবে। কৃষির উন্নতির মাধ্যমে এ দেশের কৃষকের ভাগ্যের উন্নতি সাধন করতে হবে। এদেশের জনশক্তি কাজে লাগাতে পারলে হবে আশীর্বাদ, কাজে না লাগাতে পারলে হবে অভিশাপ। দুনিয়ার মজলুমরা সকালে পরিশ্রম করে আর ফসল ঘরে তোলে যারা বুদ্ধি বিক্রি করে খায়। আমাদেরকে মজলুম শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করে নিতে হবে। শ্রমিকদের সিঁড়ি বেয়ে যারা ক্ষমতায় যায় তারা পরে আর শ্রমিকদেরকে মনে রাখে না, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে না। শ্রমিকের ন্যায্য মজুরি মৌলিক অধিকার তাদের ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে। শ্রমজীবী মানুষ আর যেন কোন দুঃশাসনের প্রহসনের শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

এ সময় বেলগাছি ইউনিয়নের ৪নং নম্বর ওয়ার্ড ডামোশ গ্রামের সকল স্তরের আপামর জনসাধারণ ইউনিয়নের দায়িত্বশীল, টিম সদস্য, ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতি এবং সেক্রেটারিবৃন্দ সকলেই উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram