আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি সোমবার বিকেলে কলেজপাড়ায় এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এ.জি.এম মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেন, কলেজপাড়া কল্যাণ কমিটির সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, সহসভাপতি সহকারি অধ্যাপক(অব) রোকনুজ্জামান ডাবলু, উপদেষ্টা আবুল, হাবিবুল করিম চঞ্চল, সাবেক ব্যাংকার মুহাম্মদ খালেকুজ্জামান।
কলেজপাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা আব্দুর রশীদ মঞ্জুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন কমিটির প্রচার সম্পাদক মাহামুদুর রশিদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক এ কিউ এম শোয়েবুজ্জামান সোহেল, রমজান, ফাহমিদুর রহমান মুন, ফারুক হোসেন, রুমন, হাসেম রেজা, জনি, মুনু, মেসি, রাসেল, কামরুজ্জামান কাজল, শিক্ষক রাজু, ব্যাংকার নাজমুল, জয়নাল, যুগোল প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুরআন তেলওয়াল করেন কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাহাদী ইসলাম। এসময় শতাধিক অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।