বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও শীত বস্ত্র বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নে প্রস্তুতি সভা ও শীত বস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গা টাউনহল মাঠে সমাবেশ করবেন। ৬ জানুয়ারি সোমবার বিকেলে আইলহাস ইউনিয়ন শাখার আয়োজনে প্রস্তুতি সভা ও শতি বস্ত্র বিতরন করা হয়।
প্রস্তুতি সভা শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে আইলহাস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা, উপজেলা দাওয়াহ বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, নওলামারি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ। এছাড়াও প্রস্তুতি সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।