২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৬, ২০২৫
57
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি।


৫ জানুয়ারি রবিবার সকাল ১০ টার দিকে হারদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুর্নীতি, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুপুরে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর অপসারণ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও গণস্বাক্ষরিত কপি জমা দেওয়া হয়।


এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে উত্তেজনার সৃষ্টি হলে বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। অন্যান্যের মধ্যে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিবুর রহমান, আঃ সাত্তার, আবু জেহেল, জামাল, সোয়েব আলী, সিপন, আব্দুল খালেক, সুমন, মিজান, জিম, কালাম, বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি মুলধারার সমর্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram