আলমডাঙ্গা প্রচার-মিডিয়া ও আইটি বিভাগের জনশক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে "দায়িত্বশীল সমাবেশ" অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার বিভাগের দায়িত্ব¡শীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৫জানুয়ারি বিকেল ৩টায় আলমডাঙ্গা আল- আমিন সোসাইটি মাদ্রাসার হলরুমে প্রচার-মিডিয়া ও আইটি বিভাগের জনশক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শাখার প্রচার বিভাগের সভাপতি আমান উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগ সভাপতি মফিজুর রহমান জোয়ার্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল। প্রধান অতিথির তার বক্তব্য বলেন, কোন তথ্য প্রচার করার জন্য নুন্যতম কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। সমাজের সঠিক তথ্য নির্ভরশীল সংবাদ প্রচারের মাধ্যমে জাতির বিবেক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বের তথ্য-প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের নিজেদের মান উন্নতি করতে হবে।
সোশ্যাল মিডিয়ার সকল বিভাগকে ব্যবহার করে ব্যাপক হারে প্রচার প্রচারণা করতে হবে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অন্য দলের চেয়ে জামায়াতে ইসলামী অনেক বেশি এগিয়ে। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সকল ইউনিয়নের প্রচার বিভাগের দায়িত্বশীলবৃন্দ।