বাংলাদেশ জামায়াতের আমীর চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও মোটর সাইকেল শো-ডাউন
বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে আলমডাঙ্গায় প্রস্তুতি সভা ও শহরে বিশাল মোটর সাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৭ই জানুয়ারি চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে প্রস্তুতি সভা শেষে শহরে বিশাল মোটরসাইকেল শো-ডাউন করেন তারা।
প্রস্ততি সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মিপরিষদের সদস্য ও জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম, জেলা কর্ম্পরিষদ সদস্য ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাব হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার আশে-পাশের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃদ্ধ ও তাদের কর্মীবাহিনী ও উপজেলার অন্যান্য এবং পৌরশাখার নেতাকর্মি। প্রস্তুতি সভা শেষে বিশাল মোটর সাইকেল বহর নিয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে আল-তায়েবার মোড়ে এসে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।