১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চর্চায়নের আয়োজনে 'গণঅভু্যাত্থান জন-আকাঙ্ক্ষা ও নাগরিক ভাবনা' বিষয়ক জন-সংলাপ

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
জানুয়ারি ৫, ২০২৫
59
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গতকাল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চর্চায়ন- এর আয়োজনে জন-সংলাপ শিরোনামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। জন-সংলাপের নির্ধারিত বিষয় ছিলো-‘গণঅভ্যুত্থান জন-আকাঙ্ক্ষা ও নাগরিক ভাবনা’। আলোচ্য অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা জেলার ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে এই জন-সংলাপ অনুষ্ঠিত হয়। জন-সংলাপের আহ্বায়ক ছিলেন চর্চায়নের কার্যনির্বাহী পরিচালক বিশিষ্ট কথাসাহিত্যিক পিন্টু রহমান। সংলাপ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট কবি ও চর্চায়ন কর্মী রিগ্যান এসকান্দার। জন-সংলাপে সংলাপ বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিবি জহির রায়হান, জাতীয় গণফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়ক লিটু বিশ্বাস। আলোচনায় অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম ও যুগ্ম সদস্য-সচিব রেজাউল বাশার প্লাবন,বিশিষ্ট কবি,সাংবাদিক ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ মামুন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহাজান আলী বিশ্বাস, কুকিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সাহিত্য প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন বাপ্পী ও সদস্য আমীর হামজা, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সদস্য মিম্মা সুলতানা মিতা, চুয়াডাঙ্গা পলিটেকনিকের ইন্সট্রাক্টর মিলন বিশ্বাস, প্রাক্তন ব্যাংক কর্মকর্তা মো. শাহাবুদ্দীন। এছাড়াও জন-সংলাপে অংশ নেন চর্চায়নের উপপরিচালক কবি দিপু মতিয়ার, চর্চায়নের সম্পাদক ও লেখক জহির আহমেদ ও মাজিদুর রহমান, কবি ও চিন্তক মো. শামীম রেজা,কবি লাবিব মিজু ও কবি সজিবুর রহমান।বক্তাদের আলোচনায় বিশদভাবে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটি রূপচিত্র, নাগরিক ভাবনা ও কাঙ্ক্ষিত রাষ্ট্রের রূপরেখা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram