২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান 

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৪, ২০২৫
177
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার কৃতি সন্তান প্রফেসর খন্দকার কামাল হাসান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

ইতোপূর্বে তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন। গত ২ জানুয়ারি  বৃহস্পতিবার যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।  

খন্দকার কামাল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের কৃতি সন্তান।  তাঁর বাবা খন্দকার মোঃ হাসান ছিলেন ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা। ১৯৯২ সালে তিনি অবসর গ্রহন করেন।

খন্দকার কামাল হাসান এসএসসি নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও  আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাশ করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।  ১৪তম বিসিএস - এ উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে মেহেরপুর সরকারি কলেজে যোগদান করেন।

প্রসঙ্গত, যশোরসহ দেশের চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের প্রেষণ প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

৭ জানুয়ারির মধ্যে বোর্ড থেকে তাদের মাউশিতে অবমুক্ত হতে বলা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাদের শিক্ষা বোর্ড থেকে মাউশিতে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। পরদিন বৃহস্পতিবার  যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রফেসর খন্দকার কামাল হাসানকে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram