১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় 'হেলাল হাফিজের জীবন ও কবিতা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জানুয়ারি ৩, ২০২৫
101
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রতিষ্ঠিত কবি হেলাল হাফিজ। গত মাসের ১৩ তারিখ তিনি ইন্তিকাল করেছেন। আজ ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে তাঁর জীবন ও কবিতা শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে কবির জীবন ও কবিতা বিষয়ে আলোকপাত করেন শাহিন আহমেদ টিটো, ইমদাদুল হক ও আল মাসুদ আব্দুল্লাহ।

আসরে কবির কবিতা পাঠ করেন, তামিম হোসেন, সোহেল রানা, ইমদাদুল হক, আল ইমরান বকুল, আল মাসুদ আব্দুল্লাহ, নাদিউজ্জামান রিজভী, মুহাম্মাদ আব্দুল্লাহ, আফনাব আহমেদ নাহিয়ান এবং আব্দুল্লাহ ইবতিসাম কৌশিক। স্বরচিত কবিতা পাঠ করেন ডালিম হোসেন ও শুয়াইব হোসেন টিনু।

নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, তাওহিদুল ইসলাম, মুহাম্মাদ নাসিম, বেলায়েত হোসেন বিপু ও আবু শুয়াইব শিমুল।

উল্লেখ, হেলাল হাফিজ ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খোরশেদ আলী তালুকদার ও মাতা কোকিলা বেগম। প্রেম ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হাফিজ বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তিনি সাংবাদিক ও সাহিত্য সম্পাদক হিসাবে বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন। ২০১৩ খ্রিস্টাব্দে তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। তার কবিতার বই চারটি: যে জলে আগুন জ্বলে, কবিতা একাত্তর, একজীবনের জন্মজখম, বেদনাকে বলেছি কেঁদো না।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram