নিশানের আর বিদেশ যাওয়া হল না।। আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
আলমডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আহত আরেক যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের আলমডাঙ্গার নওদাপাড়া গ্রামের ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর পরই স্বজনরা লাশ ঘটনাস্থল থেকে নিজ বাড়িতে যায়। বিকেলে শ্রীরামপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত নিশান আলী (২১) আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের ক্যানালপাড়ার মৃত আকবর আলীর নাতি ছেলে ও উপজেলার নিমতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত আশিক (২৫) একই গ্রামের খোকন আলীর ছেলের।
গ্রামসূত্রে জানা যায়, তারা দুজন আলমডাঙ্গা শহরের ভাই ভাই মৎস্য আড়তে কাজ করতেন। নিশান আড়তের হিসেব নিকেশ রাখতেন।
ঘটনাস্থলের পাশের মসজিদের মুসল্লিরা জানান, ফজরের নামাজের পর আমরা মসজিদে কুরআন হাদিসের বয়ান শুনছিলাম। হঠাৎ একজন এসে বলে রাস্তায় একটি ছেলে চাপা পড়ে মারা গেছে। আমরা দ্রæত গিয়ে দেখতে পায় একটি পাটকাঠি বোঝাই আলমসাধু দাঁড়িয়ে আছে। তার পেছনেই রাস্তার উপর নিশানের নিথরদেহ পড়ে আছে।
মাথার উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যাওয়ার মাথাটি চ্যাপ্টা হয়ে গেছে। তার পাশে পড়ে ছিল আহত আশিক। আশিককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অনেকে দাবী করেন পাটকাঠি বোঝাই আলমসাধু চালক তার গাড়িটি দাঁড় করিয়ে রেখে নামাজ পড়তে যান। তবে পাটকাঠি বোঝাই আলমসাধু চালকের কোন সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেল চালক ঘন কোয়াশার কারণে দাড়িয়ে থাকা পাটকাঠি বোঝাই আলমসাধু দেখতে না পাওয়ার জন্য এঘটনা ঘটেছে।
নিহত নিশানের মামাতো ভাই শরিফুল ইসলাম পিন্টু জানান, নিশান বিদেশ যাবে। টাকা পয়সা প্রস্তুত। সে আলমডাঙ্গা ভাই ভাই মৎস্য আড়তে মহুরী হিসেবে কর্মরত ছিল। প্রতিদিনের ন্যায় আশিকের সাথে মোটরসাইকেলযোগে আড়তে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে আশিক ও নিশান মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে কাজের জন্য আলমডাঙ্গা শহরে আসছিল। পথিমধ্যে নওদাপাড়া গ্রামের ব্রীজের নিকট পৌঁছলে সামনে দাঁড়িয়ে থাকা একটি পাটকাঠি বোঝায় আলমসাধুর পিছনে ধাক্কা দিলে দুই জন রাস্তায় পড়ে রাস্তায়। এ সময় পিছন দিক থেকে আসা দ্রæতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিশান মারা যায়। আহত অবস্থায় আশিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।