আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে র্যালি ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্যদিয়ে আলমডাঙ্গায় জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও মুক্ত আড্ডা, কম্বল ও বিনাসুদে প্রতিবন্ধি ঋণের চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়। “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এ শ্লোগানে উপজেলা চত্তর থেকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের হলরুমে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
মুক্ত আড্ডায় উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, সমাজসেবা এমন একটি মহান দায়িত্ব, যা আমাদের দেশ ও সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সাহায্য করে। আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়, আমরা কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জীবনমান উন্নত করতে কাজ করতে পারি। সমাজসেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই পারে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে সমান সুযোগ এবং মর্যাদা প্রদান করতে। তিনি সকলকে আহ্বান করে বলেন, আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। আপনারা যে যেখানেই থাকেন না কেন, নিজের অবস্থান থেকে সমাজসেবার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আজকের এই দিনটি সমাজসেবার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি ছিলেন এসএম মাহমুদুল হক, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহিন শাহীদ, ছাত্র সমন্বয়ক কামরুল হাসান কাজল, আরাফাত হোসেন, রাকিব মাহমুদ, মিরাজ, মুন্না, আল ইমরান, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সালমা খাতুন, শামীমা নাছরিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ইউনুস আলী, ইউনিয়ন সমাজকর্মী খোদাবকস্, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, রুমা খাতুন, কারিগরি প্রশিক্ষক শারমিন সুলতানা, শামীম আলী প্রমুখ।
পরে এতিম বাচ্চাদের মাঝে কম্বল বিতরন, প্রতিবন্ধি দুজন নারীকে বিনা সুদে ঋণের চেক ও একটি হুইল চেয়ার বিতরণ করেন।