বাংলাদেশ জামায়াতের আমীরের আগমন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার প্রস্তুতি সভা

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের চুয়াডাঙ্গা আগমন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি সকালে চুয়াডাঙ্গা টাউনহল মাঠে সমাবেশ করবেন। এ উপলক্ষে ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় আলমডাঙ্গা আদ্ব-দ্বীন জামে মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শামীম রেজার সভাপতিত্বে প্র্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য এবং জেলা আঈন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা আমীর দারুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে দারুস সালাম বলেন, "আগামী ১৭ ই জানুয়ারী আমীরে জামাত ডা. শফিকুর রহমানের সম্মেলন সফল করার লক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও সম্মেলন সফল করতে উপস্থিত সকলকে সম্মেলনে অংশগ্রহণ করার আহব্বান জানান ও সকল পেশার শ্রমিকদের মাঝে ব্যাপক দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান।
সভায় পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী নাজমুস সালেহীনের উপস্থাপনায় পৌর শাখার সকল দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। সভা সবাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন ইংরেজি বছরের ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।