আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় গরীবে নেওয়াজ খাজা মইনুদ্দিন চিশতি (রাঃ) স্মরণে ওরশ মোবারক
ভ্রাম্যমাণ প্রতিনিধি / হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় গরীবে নেওয়াজ খাঁজা মইনুদ্দিন চিশতী (রাঃ) স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাগর মিয়ার বাগানে ভাংবাড়িয়া গ্রামবাসী আয়োজিত এই ওরশ মোবারক শুরু হয়।
এই অনুষ্ঠানে আয়োজক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, মিজানুর রহমান, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, মহিদুল ইসলাম, টুআইসি মোহন রশিদ প্রমুখ।
ওরশ মোবারকে উপস্থাপনা করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জাফর ইকবাল তপন