ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যু দিবস উপলক্ষে হাটবোয়ালিয়া দোয়ামাহফিল অনুষ্ঠিত
মুর্শিদ কলিন/সোহেল হুদা: যুক্তফ্রন্টের অবিসংবাদিত নেতা প্রাক্তন এমএলএ ডাক্তার রিয়াজ উদ্দিন আহমেদের ৩০ তম মৃত্যু দিবস উপলক্ষে হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদসহ এলাকার বিভিন্ন মসজিদে দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ আসর হাটবোয়ালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, নগর বোয়ালিয়া জামে মসজিদ, মাঠপাড়া জামে মসজিদ, হাটুভাঙ্গা জামে মসজিদ , হাসপাতাল ওয়াক্তিয়া মসজিদ সহ অত্র এলাকার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাট বোয়ালিয়া স্কুল এন্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বলে জানিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকি প্রমুখ।
প্রসঙ্গত, দেশবরেণ্য মানবহিতৈষী সমাজসংস্কারক ডাক্তার রিয়াজউদ্দীন আহমদ এর ৩০তম মৃত্যুবার্ষিকী
(জন্মঃ ২৮ শে সেপ্টেম্বর ১৯০৫ সাল- মৃত্যু ঃ ১ লা জানুয়ারী ১৯৯৫সাল)।
বাংলাদেশের গৌরবদীপ্ত বিদগ্ধ ব্যক্তিত্ব ডাক্তার রিয়াজউদ্দীন আহমদঃ ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের অসমসাহসী বিপ্লবী নেতা মরহুম ইজ্জতউল্লাহর কনিষ্ঠপুত্র ডাক্তার রিয়াজউদ্দীন আহমদ।
শিক্ষা লাভঃ মোড়ভাঙ্গা নিম্ন প্রাথমিক বিদ্যালয় (তৎকালীন) বাঁশবাড়ীয়া উচ্চ প্রাথমিক বিদ্যালয় (তৎকালীন) চুয়াডাঙ্গা ভি. জে. স্কুল, কলকাতা ইসলামিয়া কলেজ, কলকাতা সরকারী নীলরতন মেডিকেল কলেজের (তৎকালীন ক্যাম্বেল মেডিকেল) কৃতি ছাত্র (প্রথম গ্রেডের মহসীন বৃত্তিপ্রাপ্ত)।
স্বনামখ্যাত চিকিৎসক, বরেণ্য চিন্তাবিদ, বিদ্যোৎসাহী ও শিক্ষাবিদ,সমাজ সংস্কারক ও রাজনীতিবিদ। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত প্রাদেশিক আইন পরিষদের সদস্য (এম.এল.এ.)।
হাট বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, হাট বোয়ালিয়া খেলার মাঠ (বড় ফিল্ড) হাট বোয়ালিয়া দাতব্য চিকিৎসালয় (বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপকেন্দ্র) হাট বোয়ালিয়া জামে মসজিদ, হাট বোয়ালিয়া কালাজ্বর চিকিৎসা কেন্দ্র (অধুনালুপ্ত) সহ বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বহু জনহিতকর কর্মকান্ডের জনক।
হাট বোয়ালিয়া কলেজ ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের রূপকার।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
আন্তর্জাতিক বিচার ট্রাইবুনালের অন্যতম বিচারপতি, কলকাতা সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ রাধা বিনোদ পালের একান্ত নিকটজন।
শের-ই-বাংলা এ.কে. ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ দেশবরেণ্য নেতৃবৃন্দের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন ডাক্তার রিয়াজউদ্দীন আহমদ।