আধুনিক প্রযুক্তিতে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে আল-আকসা (প্রাঃ) হাসপাতাল উদ্বোধন
আলমডাঙ্গায় আধুনিক প্রযুক্তিতে উন্নত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে আল-আকসা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার শহরের আনন্দধাম সড়কে ( শিলা সিনেমা হলের স্থানে) বিশেজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে নতুন আঙ্গিকে আল-আকসা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে আল-আকসা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার।
আল-আকসা (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ও আলমডাঙ্গা ক্লিনিক মালিক সমিতির সভাপতি নুর”ন নাহার বেগম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জালাল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, জেলা আইন আদালত বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি দারুস সালাম, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা জামায়াতের সভাপতি প্রভাষক শফিউল আলম বুকল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার।
আলমডাঙ্গা পৌর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক ড. এ. কে.এম আব্দুর রহমানের উপস্থাপনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইমদাদুল হক। দোয়া মাহফিলে আলমডাঙ্গার ক্লিনিক মালিক সমিতির সদস্য ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা জামায়াতের দায়িত্বশীলগণ।