আলমডাঙ্গায় ধর্ষণের অপচেষ্টা মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার
আলমডাঙ্গায় মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন নামের এক মধ্যবয়সীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে দর্শনা রেলবাজার (বড় বাজার) এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। গত ২৮ ডিসেম্বর দুপুরে আলমগীর তার চাচাতো শালিকা ৯ বছরের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকন্যাকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপচেষ্টা করে।
অভিযুক্ত আলমগীর হোসেন(৫২) চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রেল বাজার (বড় বাজার) এলাকার মৃত আব্দুল মজিত মিয়া ওরফে মজিত কোম্পানির ছেলে। তিনি আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের বিয়ে করেছেন।
জানা গেছে, আলমগীর হোসেনের সাথে দীর্ঘ ২২/২৩ বছর আগে আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের মহাবুলের মেয়ের সাথে বিয়ে হয়। আলমগীর হোসেনের একটি ছেলে আছে যিনি প্রবাসী। আলমঙ্গীর বছরের অধিকাংশ সময় শ্বশুর বাড়িতেই থাকেন। বুদ্ধি প্রতিবন্ধী ৯ বছরের শিশুকন্যাটি আলমগীর হোসেনের শ্বশুরবড়ির প্রতিবেশি। গত ২৮ ডিসেম্বর দুপুরে মধ্যবয়সী আলমগীর হোসেন মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকন্যাকে তার শ্বশুর বাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে যায়।
সেখানে শিশু কন্যাকে ধর্ষণে অপচেষ্টা করেন। পরে শিশু কন্যাটি কান্না কাটি করলে ছেড়ে দেয়। শিশু শিশুটি বাড়িতে গিয়ে মায়ের নিকট সব খুলে বলে। পরে এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হলে কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর হোসেনকে দর্শনা থেকে গ্রেফতার করে নিয়ে আসে। অভিযুক্ত আলমগীর হোসেনকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বুদ্ধি প্রতিবন্ধী শিশু কন্যাটির মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে নিয়মিত মামলার করা হয় এবং প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্ধি রেকর্ড করানো হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
ছবি: অভিযুক্ত ধর্ষক আলমগীর।