আলমডাঙ্গার হারদী মডেল একাডেমির ১৭ তম বার্ষিক ফলাফল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত
আলমডাঙ্গা হারদি মডেল একাডেমীর ১৭ তম বার্ষিক ফলাফল ও কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে হারদি মডেল একাডেমী মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মত এবারও ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ঘোষনা করে তাদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে হারদি মডেল একাডেমী স্কুলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার খাঁন বলেন, হারদীর এই বিদ্যালয়টি কয়েকজন তরুণের প্রচেষ্টায় গড়ে উঠার পর থেকে অভাবনীয় সাফল্য সহ সুনামের সাথে পরিচালনা করে আসছে। এখানকার অনেক ছাত্র আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো আবস্থানে থেকে চাকরী করছে। আমি প্রত্রিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
তিনি বলেন, এখানে অভিভাবক যারা উপস্থিত আছেন তাদেরকে বলি, আপনারা সন্তানের দিকে খেয়াল রাখবেন, তারা যেনো সঠিক ভাবে লেখাপড়ার প্রতি মনযোগী হয়। সন্ধ্যায় বাইরে না থেকে পড়ার টেবিলে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি টাকা না বানিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। সন্তান মানুষ হলে এমনি আপনার টাকা হয়ে যাবে।
এসময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল খাঁন, সিরাজুল ইসলাম বিসু, সদু বিশ্বাস, জামিল শেখ, মুকুল, সানোয়ার মোল্লা, মহন আলী, মহর আলী।
বার্ষিক ফলাফল ও কুরআন বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হারদি একাডেমী স্কুলের শিক্ষক বিশারত ইসলাম।