আলমডাঙ্গায় চুরি প্রতিরোধের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার
আলমডাঙ্গা শহরের চুরি প্রতিরোধের লক্ষ্যে শহরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম- সেবা)। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে তিনি শহরের চারতলার মোড়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, সম্প্রতি জেলার বিভিন্ন শহরে চুরি সংক্রান্ত অপরাধের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমরা সচেতন এবং দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। আমাদের মূল লক্ষ্য হলো শহরের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম নিশ্চিত করতে হবে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একটি কমিউনিটি নজরদারি দল গঠন করতে হবে। আপনার শহরে বা ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনক কার্যক্রমের বিষয়ে দ্রæত পুলিশকে জানাতে হটলাইন চালু করা হয়েছে। আমরা আশা করি আপনাদের সহযোগিতা ছাড়া এটি সফল করা সম্ভব নয়। আপনারা যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম দেখতে পান, দয়া করে আপনার নিকটস্থ থানা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। তাহলে সবাই মিলেই আমরা একটি নিরাপদ আলমডাঙ্গা গড়ে তুলতে পারব।
উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পুলিশ পরির্দশক অপারেশন আজগর আলী, বিশিষ্ট ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সভাপতি মকবুুুুুুুুুুুুুুুুুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মোল্লা অপু, আলমডাঙ্গা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ চৌধুরী, সাধারন সম্পাদক হাজী আব্দুল জলিল, জুয়েলার্স ব্যবসায়ী ওমর শেখ, প্রশান্ত কুমার, প্রসাদ কুমার, নিমাই রায়, দিপক, মাধবসহ সোনাপট্টি ব্যবসায়ীরা ও হার্ডওয়ার ব্যবসায়ীবৃন্দ।