আলমডাঙ্গায় মেসার্স তাজ মটরস ও কুষ্টিয়ার বাজাজ পয়েন্টের সৌজন্যে কম্বল বিতরণ
আলমডাঙ্গার মেসার্স তাজ মটরস ও কুষ্টিয়ার বাজাজ পয়েন্টে সৌজন্যে বেদে পল্লি ও রেললাইনের ঢালের কলোনীতে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে আলমডাঙ্গার লালব্রীজের (রেল ব্রীজ)নিচে ভাসমান বেদে পল্লি ও রেললাইনের ঢালের কলোনিতে এ কম্বল বিতরণ করা হয়। আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স তাজ মোটরস ও কুষ্টিয়ার বাজাজ পয়েন্টে মালিক গোলাম মোস্তফা বেদে পল্লির ২৫টি পরিবারসহ রেললাইনের ঢালে শতাধিক কম্বল বিতরণ করেন।
এসময় তিনি বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীতের প্রকোপ অনেক বেশি। অনেক সময় এ অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শীতে যেন দরিদ্র মানুষ কষ্ট না পায়, সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরেও অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। এদের শীত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত শীতবস্ত্র নেই। এ কম্বল তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।”
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উত্তরা মটরস পাবনা ব্রাঞ্চের ম্যানেজার হাবিবুর রহমান, কুষ্টিয়া বাজাজ পয়েন্টের ম্যানেজার মাসুম পারভেজ, তাজ মটরসের ম্যানেজার মিনুর রহমান, মার্কেটিং অফিসার লিয়ন, আসান, আনিস, মাসুমসহ সকল কর্মকর্তা কর্মচারী।