১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৩০, ২০২৪
49
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বাংলাদেশের সংখ্যা গোরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা সারাদেশের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুমারী ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের আহবায়ক জামাল সাদিক পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

এসময় তিনি বলেন, 'কৃষকেরা আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। পতিত স্বৈরাচারী সরকার কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের জীবনমান তলানিতে ফেলে রেখেছে। কিন্তু বরাবরই বিএনপি কৃষকদের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রæতিবদ্ধ।'


তিনি আরও বলেন 'বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বান্ধব নীতির প্রবর্তক ছিলেন। তার এই নীতিকে অনুসরণ করে তারেক রহমান কৃষকদের জন্য টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে এলে কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফিরিয়ে আনা হবে শহীদ জিয়ার কৃষিবান্ধব নীতির ধারাবাহিকতা।


' তিনি আরও বলেন, 'প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল গঠন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। শহীদ জিয়ার খাল খনন। কর্মসূচি পুনরায় চালু করে সেচ কার্যক্রমকে গতিশীল করা হবে।


মহিলা কৃষকদের বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'মহিলা কৃষকদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সুবিধা ও কর্মসূচি চালু করা হবে। কার্যকর পদক্ষেপ নেয়া হবে কৃষকদের শিক্ষার উন্নয়নেও।' কৃষি ভিত্তিক শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি সমাবেশে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে আরোও বলেন, 'আপনারা নির্ভয়ে নিজেদের দাবি তুলুন। বিএনপি আপনাদের পাশে থাকবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি কৃষক পরিবারে স্বচ্ছলতা থাকবে।'


সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম বিলু, আরিফ হোসেন সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ইদ্রস আলী, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, পৌর কৃষকদলের আহবায়ক মামুন আলী, কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাবুবুর রহমান মহাবুল, কুমারী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনরি সভাপতি ভারপ্রাপ্ত মনির উদ্দিন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, বাড়াদি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আসাদুজ্জামান বকুল, কৃষকদলের নেতা শুকুর বিশ^াস, ফারুক হোসেন, কামরুল বিশ^াস, পৌর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বকুল, যুবদল নেতা গোলাম মোস্তফা, সোয়েব আলী, বোরহান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান হিমেলসহ বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের শতশত নেতাকর্মি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram