১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৩০, ২০২৪
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এসময় তিনি বলেন, আমরা সকলেই জানি, একটি শিশু জন্ম নেওয়ার পর থেকে যে ব্যক্তির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় এবং যার কাছ থেকে সবচেয়ে বেশি শিখে, তিনি হলেন তার অভিভাবক। প্রাথমিক পর্যায়ের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবারের পরিবেশ এবং অভিভাবকদের আচরণ থেকে। একজন সন্তানের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, এবং সামাজিক আচরণ শেখার মূল পাঠ শুরু হয় তার ঘর থেকে। তাই একজন অভিভাবকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধ শেখানো: সত্যবাদিতা, সৎ জীবনযাপন, সহানুভূতি এবং সম্মানের মতো গুণাবলি শিশুদের ছোট থেকেই শেখাতে হবে। সময়ের সঠিক ব্যবহার: সন্তানের পড়াশোনা, খেলাধুলা এবং অবসর সময়ের মধ্যে ভারসাম্য আনতে সহায়তা করা। মোবাইল আসক্তি প্রতিরোধ: সন্তান যেন মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার না করে, সে বিষয়ে মনোযোগ দেওয়া। শিক্ষায় উৎসাহ দেওয়া: সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে, তাদের সঙ্গে গল্প বলা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং স্কুলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। আাচরণে উদাহরণ তৈরি করা: শিশুরা যা দেখে তাই শেখে। তাই অভিভাবকদের উচিত নিজের কাজের মাধ্যমে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করা।


সভায় স্বাগত বক্তব্য প্রদান করে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটোম, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী। সহকারি শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, শিক্ষক রওশন আরা, সাজেদা খাতুন, আকলিমা খাতুন, পারুলা খাতুন, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, বদিউজ্জামান,ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, হারুন মন্ডল, বেল্টু মালিথা, রিনা বিশ^াস, রাহেন আলী, শাহাদৎ হোসেন, অভিভাবক মাহমুদা খাতুন, নার্গিস আরা, রিনা খাতুন, বেদানা খাতুন, বুলবুলি খাতুন, নাবণী খাতুন, হালিমা খাতুন, স্কুলের কর্মচারী রাকিবসহ কয়েকশ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram