আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুহিন আলম গ্রেফতার
![](https://samprotikee.com/wp-content/uploads/2024/12/madok-2.jpg)
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুহিন আলমকে গ্রেফতার করেছে। ২৯ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নতিডাঙ্গা- আঠারোখাদা সড়কের মাদক বিক্রয়কালে তাকে গ্রেফতার করে। এসময় ফয়সাল খাঁ আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তুহিন আলম(২০) উপজেলার নতিডাঙ্গা গ্রামের রবু খাঁর ছেলে।
জানাগেছে, উপজেলা নতিডাঙ্গা গ্রামের তুহিন আলম ও ফয়সাল খাঁ দুজন মিলে দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। ২৯ ডিসেম্বর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিন ও ফয়সাল পালানোর চেষ্টা করে। পুলিশ তুহিন আলমকে গ্রেফতার করলেও ফয়সাল পালিয়ে যায়। গ্রেফতারের পর তুহিন আলমের নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।