আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা পৌর শ্রমিককল্যাণ ফেডারেশনের উদ্যোগে মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলমডাঙ্গা পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি শ্রমিককল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাব হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শামীম রেজার উপস্থাপনায় মতবিনিময় সভায় আলমডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড কমিটি গঠন, আলমডাঙ্গা পৌর যুব জামায়াতের পৌর কমিটি এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।