আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার থেকে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আফিয়া নূর ফাউন্ডেশন ট্যালেন্টপল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তি প্রদান করা হবে। উপজেলার ৪৮ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেনীর ৭শ ৪৯জন শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মোনয়েম, আফিয়া নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাওসার আলী, প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ টিপু, সদস্য সচিব শামীম রেজা, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি ব্যাংকার সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, আফিয়া নূর ফাউন্ডেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের আইন সম্পাদক দারুস সালাম, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর আমীর মাহের আলী, সেক্রেটারি মসলেম উদ্দিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ. কে. এম আব্দুর রহমান, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।