আলমডাঙ্গায় জামায়াতের উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ ও টীম সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ ও টীম সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৭টায় আল আমীন সোসাইটি হাফিজিয়া মাদরাসার হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুলে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। এসময় প্রধান অতিথি বলেন, জামায়াতের তিন দফার দাওয়াত বাস্তবায়নের রুপই হচ্ছে চার দফা কর্মসূচী। যার মাধ্যমে বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সুবিচার পূর্ণ শাসন ব্যবস্থা কায়েমের জন্য জুলুম-নির্যাতন ও শোষণমুক্ত পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গঠনমূলক সংস্কার করতে হবে। সে জন্য মুসলমানের কথা কাজের গরমিল পরিহার করে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ার জন্য আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করতে হবে। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী, সহকারি সেক্রেটারি বিলাল হোসাইন, তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, দাওহাহ ও তালিমূল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা জামিরুল ইসলাম, মসজিদ মিশন ও উলামা বিভাগের সম্পাদক আব্দুল মান্নান, আইন আদালত ও পেশাজীবী সেক্রেটারী মোহাম্মদ আলী, শ্রমিককল্যাণ ও শিল্প বাণিজ্য সেক্রেটারি মেহেদী হাসান, মানবসম্পদ ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারী শফিউজ্জামান মিঠুসহ ইউনিয়ন আমীর/ সেক্রেটারি দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।