আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
আলমডাঙ্গায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে আলমডাঙ্গা উপজেলার ২শ ৫০ জন জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। প্রধান উপদেষ্টার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই কম্বল বিতরণ করতে গিয়ে তিনি বলে, মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা জানি, চুয়াডাঙ্গা জেলার মানুষ প্রতিবছর শীত মৌসুমে একটু বেশি শীত অনুভব করে।
আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সেই প্রচেষ্টার একটি অংশ। আপনারা জানেন, একটি উষ্ণ কম্বল শুধু শীত নিবারণ করে না, এটি একজন মানুষের মনে আশা এবং উষ্ণতার বার্তা পৌঁছে দেয়।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতাই আমাদের সমাজকে আরও মানবিক এবং উন্নত করে তুলবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াসে আপনাদের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া কম্বল তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।”
এই কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইমাদুল হক, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিক , বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুসা , বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পল্টু , বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের সি এ নাজমুল সাইহাম সহ উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।