আলমডাঙ্গায় বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহীন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহীনকে গ্রেফতার করেছে। ২৫ ডিসেম্বর বুধবার রাতে পৌর এলাকার গোবিন্দপুর ধর্মতলা মোড় থেকে শাহীনকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের ওহিদুল ইসলামের ছেলে শাহীন(২৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য বিক্রয় করে আসছে। গোন্দিপুর ও নওদাবন্ডলি বাসী কিছুদিন আগে একালায় মাদক মুক্ত করার জন্য সমাবেশ করে। এরপর কয়েকদিন এলাকার বাইরে গিয়ে মাদক বিক্রয় করতো শাহীন। কয়েকদিন ধরে এলাকায় আবারও মাদক বিক্রয় শুরু করেছে।
বুধবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১ হাজার ২শ ৪০ টাকা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।