২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার সন্তান ডাক্তার হাদী জিয়া উদ্দীন আহমেদ হলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৫, ২০২৪
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার সন্তান ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ (MBBS,BCS,FCPS,MS,MRCS) চুয়াডাঙ্গার সিভিল সার্জন হয়েছেন। গতকাল ২৪ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ ইতোপূর্বে ঝিনাইদহর সিভিল সার্জন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তারপূর্বে তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের প্রয়াত আলী আহমেদ মাস্টারের ছেলে ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ । তিনি কাঠাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি স্টার মার্কস নিয়ে পাশ করেন। অনন্যসাধারণ মেধাবী হাদী জিয়া উদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।


অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র ডাক্তার হাদী জিয়া উদ্দিন আহমেদ অল্প দিনেই আলমডাঙ্গার মাটি-মানুষের চিকিৎসক হয়ে উঠেছিলেন। অল্প সময়েই তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয়।


আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার থাকাকালীন মহামারী করোনা শুরু হয়। সেই করোনার দু:সময়ে তিনি মাঠে ছিলেন সাহসী সেনানীর মত। সকাল থেকে রাত্রি অবধি তিনি ছিলেন বিরামহীন করোনাযোদ্ধা। করোনাকালীন দুর্দিনে এই মহৎ ভূমিকার কারণে তিনি জনসাধারণের আকণ্ঠ প্রশংসা পেয়েছিলেন। পেশাগত সাফল্যের জন্য তিনি এলাকাবাসীর শুভাশিষ কামনা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram