বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারী ইউনিয়নে সাধারন সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারী ইউনিয়নে সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার ৪ ও ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নুর মোহাম্মদ। উদ্বোধনী বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড শাখার সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড শাখার সভাপতি উমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম (বকুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর কুমারী ইউনিয়ন শাখার আমীর মাওলানা আবু বকর সিদ্দিক (বাবলু), সহ সেক্রেটারি আনারুল ইসলাম, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন, সেক্রেটারি রাশেদ মামুন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফরজ আলী, উপজেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ আলী। প্রধান অতিথির বক্তব্যের সারমর্ম কোরআনের আইন ছাড়া ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। সেই সাথে আগামী ১৭ই জানুয়ারি আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সাহেবের আগমনের দাওয়াত সম্প্রসারণ করতে বলেন। উপস্থাপনা করেন ছিলেন ৫ নং ওয়ার্ড শাখার সেক্রেটারি মেহেফুল ইসলাম ।