১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৪, ২০২৪
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১টার সময় আলমডাঙ্গা পোষ্ট অফিসের সামনে এ কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। এসময় তিনি বলেন, এই সমিতি শিক্ষকদের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শিক্ষকদের সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং তাদের প্রয়াজনীয় দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। নতুন কার্যালয়ের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষকদের পেশাগত উন্নয়নে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।


উদ্বোধন শেষে আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইমরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক নূর হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা প্রধান শিক্ষক তৈয়ব আলী, আব্দুর রাজ্জাকম, শহিদুল ইসলাম, আবুল কাশেম, মশিউর রহমান, মতিউল হুদা, আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্বাস আলী, সিনিয়র সহসভাপতি ফজলুল হক শামীম, সহসভাপতি মাসুদুল মান্নান, এএ আশরাফ জাহান, ফরিদুল ইসলাম, কোরবান আলী, সিরাজুল ইসলাম, শরিফুজ্জামান লাকি, ইদ্রিস আলী, প্রধান শিক্ষক আতাউল গণি।


সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহসাধারন সম্পাদক আশরাফুল আলম, নওশের আলী, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সহকোষাধ্যক্ষ ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, প্রচার সম্পাদক আলমগীর কবির, সহপ্রচার সম্পাদক শামীম হাসান, দপ্তর সম্পাদক সাহেদ আলী জোয়ার্দ্দার, ক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, সহক্রীড়া সম্পাদক রুবেদুর রশীদ, ধর্ম সম্পাদক আহসান হাবীব, সহপাঠাগার সম্পাদক শামসুন্নাহার, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা খাতুন, শিক্ষা সম্পাদক এনামুল হক, সহ শিক্ষা সম্পাদক শামীম কবীর, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির রায়হান, সাংক্সৃতিক সম্পাদ আব্দুল হাকীম, সহ সাংস্কৃতিক সম্পাদক আবু সায়েম, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান, সহ-সাহিত্য সম্পাদক বেনজির আহমদ, সদস্য রফিকুল ইসলামসহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram