আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে শুরু পাবলিক লাইব্রেরির কার্যক্রম
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির সংস্কার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
আলমডাঙ্গাবাসীর প্রাণের প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির। সমৃদ্ধ এই লাইব্রেরি এক সময় এই অঞ্চলের পাঠকদের তীর্থ স্থান ছিল।
বই পড়া, পত্রিকার পাতায় পাঠকের মনযোগ, সাহিত্য আড্ডায় জমজমাট থাকতো লাইব্রেরি। কখনও সরগরম আবার কখনও ঢিমেতালে এ লাইব্রেরির কার্যক্রম চললেও ২০১৯ এর করোনা পাদুর্ভাব বৃদ্ধি পেলে লাইব্রেরি কার্যকর বন্ধ থাকে দীর্ভহ সময়। পরে লাইব্রেরির সামনে মডেল মসজিদ করার সময় লাইব্রেরি ভবনের অনেক অংশ নস্ট হয়। বন্ধ হয়ে যায় দীর্ঘদিন। পরবর্তীতে আর শুরু হয়নি লাইব্রেরির কার্যক্রম।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির যাত্রার শুরুতেই নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করে। ধারাবাহিকভাবে লাইব্রেরি কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বিকলে লাইব্র্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সাথে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রতিনিধি দল ও লাইব্র্রেরি কমিটির যৌথ মতবিনিময় হয়। এ সময় লাইব্র্রেরি কার্যক্রম শুরু বিষয়ে সিদ্ধান্ত হয় এবং এই কার্যক্রম এ নাগরিক উন্নয়ন কমিটি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।
বৈঠক শেষে উভয় সংগঠনের প্রতিনিধিরা লাইব্রেরির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদ আজাহার উদ্দিন, সাবেক এম পি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড মোল্লা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, প্রবীণ শিক্ষক আফিল উদ্দিন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাহিত্য সম্পাদক প্রভাষক এ কে এম ফারুক।