আলমডাঙ্গার এমএসজোহা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুজ্জোহার ২২তম মৃত্যু বার্ষিকী পালন
আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম মীর শামসুজ্জোহার ২২ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র্যালি,স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য জীবনভিত্তিক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, এমএস জোহা ছিলেন অবিসংবাদিত দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অসামান্য। মুক্তিযুদ্ধকালীন সুদূর ব্রিটেনে অবস্থান করেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কুন্ঠিত হননি। শিক্ষায় তাঁর অবদান অসামান্য। এমএস জোহা কলেজ, পলিটেকনিক, বিজনেস ফ্যাকাল্টি, কৃষি কলেজসহ অনন্য নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স সৃষ্টি করেছেন। এখন থেকে এই অঞ্চলের শিক্ষার্থিরা বাড়িতে অবস্থান করেই উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা লাভ করতে পারছে। হারদী গ্রামকে এখন বিশিষ্ট শিক্ষাপল্লি। এই শিক্ষাপল্লির মহান স্থপতি দানবীর জোহা। এমন মানব দরদী ও দেশ হিতৈষীর সঙ্গ পেয়ে আমরা ধন্য হয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, প্রতিষ্ঠানের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার খান, প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হারদী শাহাজাদী খানম মহিলা মাদ্রাসার সভাপতি শহিদুল্লাহ খান, বিশিষ্ট সমাজ সেবক ইফতেখারুজ্জামান লুডু খান, প্রতিষ্ঠানের সাবেক সদস্য মজিবর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মহিনুল ইসলাম, আব্দুস সাত্তার, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম আব্দুর রহমান। স্মরণসভাটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক এ কেএম ফারুক। দোয়া পরিচালনা করেন হারদী বায়তুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মওঃ রাজু আহম্মেদ।