আলমডাঙ্গা প্রাক্তন ব্যাংকার আমিরুল খানের দাফন সম্পন্ন
প্রাক্তন ব্যাংকার ও আলমডাঙ্গা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ আবু জিহাদের আব্বা আমিরুল ইসলাম খানের জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। গত ২১ ডিসেম্বর দিনগত রাত ২টা ৫০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের পীর সাহেব নজির উদ্দীন খান চিশতির ছেলে। পেশায় ব্যাংকার ছিলেন। ২০০৬ সালে সোনালী ব্যাংক কুষ্টিয়া শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন তিনি অবসর গ্রহণ করেন।
তিনি দীর্ঘ বছর ধরে আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় বসবাস করে আসছিলেন। ধর্মপ্রাণ মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দুআ চেয়েছেন ছেলে পুলিশ কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান।