আলমডাঙ্গা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের স্টপেজের প্রতিশ্রুতি আদায় করেছে এলাকাবাসী
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বিতল রেলষ্টেশন আলমডাঙ্গায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্টোপেজের দাবীতে বেশ কয়েকটি সংগঠনসহ সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছে। ২১ ডিসেম্বর শনিবার রেলষ্টেশনের প্লাটফর্মে প্রায় ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও অবরোধ কর্মসুচি পালিত হয়। এসময় দাবী সম্বলিত স্মারকলিপিও পেশ করা হয় ষ্টেশন মাস্টার নিকট।
মানববন্ধন কর্মসুচির পালনের সময় বেনাপোল এক্সপেস ট্রেনটি আলমডাঙ্গা ষ্টেশনে আসলে আন্দালনকারীরা ঘন্টাব্যাপী দাঁড় করিয়ে রাখে। পরে রেল কতৃপক্ষের নিকট আলমডাঙ্গা রেল ষ্টেশন মাস্টার নাজমুল হোসেন বিষয়টি জানান। রেল কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফের সাথে কথা বলেন। তিনি জানান আগামী ৩১ ডিসেম্বর থেকে আলমডাঙ্গায় স্টোপেজ দেয়া হবে। এ প্রতিশ্রুতিতে মানববন্ধনকারীরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিয়ে কর্মসুচি শেষ করে। মানববন্ধনের আয়োজন করেন আলমডাঙ্গা নাগরিক কমিটি, আলমডাঙ্গা বণিক সমিতি, আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতি, বৃহত্তর কাপড়পট্টি ব্যবসায়ী মালিক সমিতি, আলমডাঙ্গা কলেজপাড়া কল্যানণকমিটিসহ আলমডাঙ্গার স্বর্বস্তরের ছাত্র-জনতা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভঅপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান অল্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা বিশ^াস, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আল নূর তানিম, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদ মামুন রেজা, পৌর জামায়াতের আমীর মাহের আলী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবেক সহসভাপতি কামরুল ইসলাম হিরা, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করীম চঞ্চল, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, সাধারন সম্পাদক কামরুল হক রনি, আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েবুজ্জামান সোহেল, সদস্য আব্দুর রশিদ মঞ্জু, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রভাষক ড. মাহবুব আলম, আমিরুল ইসলাম জয়, হারধী এমএস জোহা কলেজের প্রভাষক মিজানুর রহমান, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, মোবাইল ব্যবসায়ী আমিরুল ইসলাম লিটন, আরিফ, ছাত্রদল নেতা আকাশসহ সর্বস্তরের ছাত্র-জনতা।