ইটালি পাঠানোর কথা বলে ২২ যুবকের সাথে প্রতারণার মামলায় বেলগাছি গ্রামের ঠান্ডু গ্রেফতার
আলমডাঙ্গা ব্যুরো: ইটালি পাঠানোর কথা বলে ৩৭ যুবককে লিবিয়ায় পাঠিয়ে প্রতারণা করার মামলার আসামী শফিকুল ইসলাম ঠান্ডুকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গতকালই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের জান্টু মেম্বারের ছেলে সাগর দীর্ঘদিন ধরে লিবিয়ায় থাকে। সে এলাকার আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা ও পাশর্^বর্তি মিরপুর উপজেলার প্রায় ৩৭ যুবককে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ার আটকে রেখে নির্যাতন করে মুক্তিপন দাবী করছে।
এজাহার সুত্র জানাগেছে, আলমডাঙ্গা এলাকার ২২ যুবক গত ৯ মাস আগে সাগর ইটালি নিয়ে যাবে বলে তারই ভাই জীবন আহম্মেদ চাচাতো ভাই জীম ও চাচা ঠান্ড ও চাচী বেদানা খাতুনের মাধ্যমে প্রত্যেকের নিকট থেকে ১৫ লাখ টাকা গ্রহণ করে। তাদের দুবাই হয়ে ইটালি নিয়ে যাবার কথা বলে চুক্তি করে। তাদেরকে দুবাই না নিয়ে গিয়ে লিবিয়ায় নিয়ে যায়।
সেখান আজ না কাল নিয়ে যাবে বলে একটি ঘরে ৯মাস বন্দি করে রেখেছে। তাদেরকে বন্দি করে মুক্তিপণের জন্য টাকা দাবী করে নির্যাতন শুরু করে। নির্যাতন করে যুবকদের স্বজনদের নিকট ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য দেখিয়ে ২২ লাখ টাকা করে দাবী করে। ভুক্তভোগীদের স্বজনরা কোন উপায় না পেয়ে আলমডাঙ্গায় থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলার আসামী হিসেবে পুলিশ শুক্রবার দুপুরে বেলগাছি গ্রামে অভিযান চালিয়ে মৃত ইয়াছিন মালিতার ছেলে শফিকুল ইসলাম ঠান্ডুকে গ্রেফফতার করে পুলিশ।