আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত
আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রার্থীদের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল সদস্য নির্বাচিত হয়েছে।
আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা আশরাফুল আলম, নির্বাচন কমিশনের সহকারি হিসেবে ছিলেন সমিতির উপদেষ্টা মিজানুর রহমান, সায়েদুর রহমান মিষ্টার, মিরাজুল ইসলাম মুকুল, সোহাগ জোয়ার্দ্দার, আফাজ উদ্দিন বিশ^াস, আমিরুল ইসলাম লেলিন, খসরুল আলম খসরু।
আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মিল্টন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন রমজান হোসেন। এছাড়াও সহ-সভাপতি রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সামাদ আলী, কোষাধ্যক্ষ মহিবুল হক মাহবুব, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সালাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম সাগর, ক্রীড়া সম্পাদক সাগর আহমেদ, সদস্য লাল্টু, সজিবুল ইসলাম।
পরে আগামী ৩ বছরের জন্য নবনির্বাচিত কমিটিকে সমিতির দায়িত্ব ও আয় ব্যয়ের হিসাব তুলে দেন উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচত কমিশনবৃন্দ। এসময় আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি ও সম্পাদক সকল সদস্যদের উদ্দ্যেশে বলেন, আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন। যে দায়িত্ব পালনের চেষ্টা করবো। সবসময় আপনাদের পাশে থাকবো। যে কোন প্রয়োজনে আমাদেরকে আপনারা কাছে পাবেন।