১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পুরাতর পরিত্যক্ত কুয়া থেকে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২১, ২০২৪
50
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গায় পুরাতর পরিত্যক্ত কুয়া থেকে বিরল প্রজাতির একটি প্রাণীর জীবন বাঁচালো স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস। বিরল প্রাণীটা দেখতে অনেকটা আকারে বিড়ালের মত, লেজের আকার অনেক লম্বা, মুখটা লম্বা। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে এরশাদপুর চাতাল মোড়ের আজিম খানের জমির পরিত্যক্ত কুয়া থেকে প্রাণী উঠানোর সাথে সাথে লাফ দিয়ে পালিয়ে যায়।


মুক্তি খাতুন জানান, কুয়াটা অনেক পুরাতন। বর্তমানে পরিত্যক্ত হয়ে গেছে। প্রায়ই প্রতিদিনই আমরা বাড়ির ময়লা আবর্জনা ফেলে কুয়াটা বন্ধ করে দেওয়া চেষ্টা করছি। কুয়ার উপর একটি টিন দেওয়া ছিল কয়েকদিন আগে কেউ সেটা নিয়ে গেছে। শুক্রবার সকালে ময়লা ফেলতে গিয়ে দেখতে পায় একটি প্রাণী কুয়ার মধ্যে নড়াচড়া করছে। দ্রæত পাশের দোকানে থাকা আব্দুর জব্বার লিপু নামের একজনকে ডাক দিয়ে বিষয়টি জানায়।


আব্দুর জব্বার লিপুর জানান, চায়ের দোকানে বসে ছিলাম। হঠান মুক্তি খাতুন আমাকে ডেকে বিষয়টি জানায়। তিনি কুয়ার পাশে গিয়ে দেখে প্রথমে বাঘডাসা মনে করছিলেন। পরে প্রাণীটি কুয়া থেকে উদ্ধার করার জন্য দ্রæত আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে সংবাদ দিই। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান দ্রæত তার টিম নিয়ে এসে অনেক সময় চেষ্টা করে কুয়া থেকে প্রাণীটি উপরে তুলে জীবন বাঁচায়। প্রাণী উপরে উঠানোর সাথে সাথে লাফ দিয়ে পালিয়ে যায়। এমন বিরল প্রাণী আমরা আগে কখনো দেখিনি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram