রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম শয়নে শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা কোরবান ব্রাদার
গার্ড অব অনারসহ রাষ্ট্রীয় মর্যাদায় আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হলেন আলমডাঙ্গা কলেজপাড়ার বীর মুক্তিযোদ্ধা শেখ কোরবান আলী ওরফে কোরবান ব্র্রাদার। গত ১৮ ডিসেম্বর বুধবার দিনগত গভীর রাতে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দু"আ চেয়েছেন দুই ছেলে মিল্টন ও আকাশ।
অধুনালুপ্ত আলমডাঙ্গা শিশুকুঞ্জ প্রিপারেটরি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন তিনি। সে কারণে শিশুদের নিকট জনপ্রিয় এই শিক্ষক কোরবান ব্রাদার নামে পরিচিত ছিলেন। পড়ুয়া ও সাংস্কৃতিকমনা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন। অন্যদিকে, রাজনৈতিকমহলে তিনি আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন।
সুদর্শন ও স্মাট ছিলেন কোরবান ব্রাদার। অত্যন্ত ফিটফাট কেতাদুরস্ত ছিলেন। সারা বছরই কোট- টাই পরতেন। সাংসারিক অনটনের মধ্যেও প্রখর আত্মসন্মানবোধ অক্ষুন্ন রেখেছিলেন। ছিলেন নিবেদিত প্রাণ আওয়ামীলীগার। '৭৫ পরবর্তী দুরাবস্থায়ও তিনি আওয়ামীলীগ পরিত্যাগ করেননি। তিনি ছিলেন অকৃত্রিম মুজিব অন্তপ্রাণ। কিন্তু অত্যন্ত সামাজিক। যার কারণে আওয়ামী ঘরানার বাইরের বা রাজনৈতিক প্রতিপক্ষের সাথেও তার হৃদ্যতার কমতি ছিল না। সকলের প্রিয় কোরবান ব্রাদারের অভাব দীর্ঘ বছর ধরে আলমডাঙ্গাবাসীর শূন্য হৃদয়ে বিয়োগ ব্যাথার অশ্রæত করুণ রাগিনী হয়ে বাজবে।
১৯ ডিসেম্বর বেলঅ ১২টার সময় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্য়দা গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকস টিম। এসময় আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন আজগর আলী উপস্থিত ছিলেন।
মরহুমের জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু তালেব, সাবেক উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা নওয়া আলী, বণিক সমিতির সভাতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।