আলমডাঙ্গা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামানের উপস্থাপনায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়ে) প্রকল্প সভায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়ে ) প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আশীষ কুমার বসু, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলঅ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাজনীন সুলতানা কনা, প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য অফিসার ¯িœগ্ধা দাস, ব্রাকের জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের প্রশাসক, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগন, শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় করতে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ইউপি চেয়ারম্যানদেরকে গ্রাম আদালত কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিতে বলেন। যাতে করে সমাজে ন্যায় ও সুষ্ঠ বিচার প্রতিষ্ঠা হয় ও উচ্চ আদালতের মামলার জট কমে।
উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতের কার্যক্রম এজলাসে বসে পরিচালনা করার জন্য বলেন সেই সাথে প্রচার-প্রচারণা বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করেন। এ বিষয়ে তিনি উল্লেখ করেন এনজিওর মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম প্রচার চলমান আছে। তিনি গ্রাম আদালতের প্রচার আরো অধিক বৃদ্ধ নির্দেশ দেন।