সড়ক দুর্ঘটনায় কেশবপুরের যুবক রেজুনের মৃত্যু
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া সড়কের লাল ব্রীজের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনায় রেজুন (২৩) নামের এক যুবক মারা গেছেন। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে মোটর সাইকেলযোগে তিন বন্ধু বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজুন উপজেলার কেশবপুর গ্রামের ওমর আলীর ছেলে।
নিহতের মামা আলমডাঙ্গার কেশবপুর গ্রামের চেঙ্গিস আলী মেম্বার জানান, বৃহস্পতিবার সকালের দিকে তার ভাগনে রেজন, একই গ্রামের আইয়ুব আলীর ছেলে সৌরভের মোটর সাইকেলে গ্রামের রাজুকে নিয়ে তিনজন আলমডাঙ্গা বাজারে যান। কাজ শেষ করে তারা তিনজন একই মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালব্রীজ পেরিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলের পেছনে থাকা আব্দুল্লাহ রুজেন ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেন। সন্ধ্যা সাতটায় কেশবপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনার বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, লাল ব্রীজের অদূরে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক মারা যাওয়ার সংবাদ জেনে কেশবপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল। সুরতহাল রির্পোট সংগ্রহ করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।