আলমডাঙ্গায় বৈজ্ঞানিক সেমিনার বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের মতবিনিময়
আলমডাঙ্গায় প্রয়োজনীয় ফ্যাট ইমালসনস এবং আয়রন সম্পর্কিত বৈজ্ঞানিক সেমিনার ও স্বাস্থ্যে তাদের মুল ভ‚মিকা ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর আলমডাঙ্গা জেস টাওয়ারের কমিউনিটি সেন্টারে উপজেলা বিডিএমএ ও পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলমডাঙ্গা উপজেলা বিডিএমএ“র সভাপতি ডাঃ শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিডিএমএ“র কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ¦ ডাঃ আব্দুল কুদ্দুস তরফদার।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিডিএমএ“র সভাপতি ডাঃ মুনজুরুল ইসলাম বেলু, চুয়াডাঙ্গা জেলা বিডিএমএ“র সাধারন সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, ডাঃ হারুন অর রশিদ পলাশ, ডাঃ আবুল হাসনাত, ডাঃ রাশিদুল হাসান, ডাঃ শফিকুর রহমান, ডাঃ মোখলেছুর রহমান, পপুলার ফার্মাসিউটিক্যালসের আরএসএম আঃ বারি, মতিয়ার রহমান, এরিয়া ম্যানেজার রেজাউদৌলা।
ডাঃ রাকিবুল ইসলাম ও ডাঃ আকাশের উপস্থাপনায় জেলা উপজেলার বিডিএমএ“র সদস্যরা উপস্থিত ছিলেন।