আলমডাঙ্গায় প্রধান উপদেষ্টার বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল ভাসমান বেদে পল্লীর মানুষের মাঝে বিতরণ
আলমডাঙ্গায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র কম্বল ভাসমান বেদে পল্লীর অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর রেলব্রিজের (লালব্রিজ) নিচে অবস্থিত ভাসমান বেদে পল্লীর ২৫টি পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই কম্বল বিতরণ করতে গিয়ে তিনি বলেন, “ দেশের অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শীতের প্রকোপ অনেক বেশি। অনেক সময় এ অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। শীতে যেন দরিদ্র মানুষ কষ্ট না পায়, সে জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের মতো এ বছরেও অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধির ফলে অসহায় ও হতদরিদ্র মানুষের কষ্ট বেড়েছে। এদের শীত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত শীতবস্ত্র নেই। মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া কম্বল তাদের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে স্টাফ আকরাম আলী, মহসীন মোড়ল, আমিনুল হক।
ত্রাণ বিতরণের এ মহৎ উদ্যোগ স্থানীয় দরিদ্র মানুষের মাঝে উষ্ণতা এবং আনন্দের বার্তা বয়ে এনেছে।