আলমডাঙ্গায় ১৬ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মাহির গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মাহির সরদারকে গ্রেফতার করেছে। ১৭ ডিসেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা কুমারী ইটভাটার নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৬ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মাঠপাড়ার আমির সরদারের ছেলে মাহির সরদার (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এলাকায় ঘুরে ঘুরে মাদক সেবীদের নিকট বুপ্রেনরফাইন ইনজেকশন বিক্রয় করে। ১৭ ডিসেম্বর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুপ্রেনরফাইন ইনজেকশন বিক্রয় কালে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তার নিকট থেকে ১৬ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।