২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম জিলানীর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৯, ২০২৪
100
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম জিলানীর মৃত্যু হয়েছে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্ধক্যজনিত রোগে ভুগে ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রয়াত গোলাম জিলানী শিক্ষকতা ছাড়াও তিনি নারায়ণগঞ্জ জুটমিলের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অবসর জীবনে তিনি নিজ নাগদাহ গ্রামে বসবাস করতেন। তিনি ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মরহুমের বড় ছেলে হাবিবুর রহমান ব্যাংক কর্মকর্তা, মেজো ছেলে আজিজুর রহমান ব্যবসায়ী ও ছোট ছেলে মাহফুজুর রহমান কলেজ শিক্ষক ও একমাত্র কন্যা শিউলী খাতুন স্কুল শিক্ষক।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দু“আ চেয়েছেন ছোট ছেলে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram