১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৯, ২০২৪
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এ অফিস উদ্বোধন করা হয়। বেলগাছি ইউনিয়ন শাখা সভাপতি আমান উদ্দিন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মুহাঃ মামুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেন বেলগাছি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শহিদুল হক।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য আমাদের ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। সে জন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে দাওয়াতী কাজ করতে হবে।


তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ যে মানুষটিকে বেশি ভালোবাসে এবং পছন্দ করে সেই মানুষটি হচ্ছে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। তার হাসি মাখা মুখ ও কথা শোনার জন্য আগামী ১৭ জানুয়ারি সকাল নয় টার সময় আমরা এক এক জন কর্মী দশজন করে মানুষ কর্মী সম্মেলনে টাউন ফুটবল মাঠে নিয়ে দলে দলে যোগদান করবো।


বক্তব্য রাখেন বেলগাছি কৃষি কল্যান বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন প্রচার বিভাগ ও ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ওমর ফারুক জানি, ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিয়ার রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আল মাবুদ শরীফ। সভা উপস্থাপনা করেন ইউনিয়ন সহকারি সেক্রেটারি আব্দুল জব্বার।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram