২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় ও আনুষ্ঠানিকতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৭, ২০২৪
56
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দেশের অন্যান্য স্থানের মত আলমডাঙ্গায়ও যথাযথ মর্যাদায় ও আনুষ্ঠানিকতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, আলমডাঙ্গা পৌরসভা, সরকারি কলেজ, উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠণ এবং বেসরকারি বিভিন্ন সংস্থা দিনটি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচী পালন করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসুচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় শহীদ মাজারে পুষ্পস্তবকার্পণ ও সুরা ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার দোয়া কামনা করা হয়। আলমডাঙ্গা উপজেলার প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আলমডাঙ্গা পৌরসভা, সরকারি কলেজ, উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠণ, আলমডাঙ্গা বণিক সমিতি, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, স্কুল, মাদ্রাসা ও কলেজের পক্ষ থেকে শহীদ মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার আশীষ কুমার বসু, থানার পুলিশ পরিদর্শক অপারেশন আজগর আলী।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা সমেন্দ্রনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর ওবাদুল্লাহ, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাকিম মুকুট, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা রিচোর্স ইনস্টেক্টর জামাল হোসেন, সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকীম, আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, পল্লি সঞ্চল ব্যাংক কর্মকর্তা শেফালি বেগম, তথ্য অফিসার ¯িœগ্ধা দাস, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।


অপরদিকে, আলমডাঙ্গা পৌরসভা পৃথকভাবে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচী পালন করেছে। সকাল সাড়ে ৬ টায় শহরের রাস্তায় জাতীয় ও পৌরসভার পতাকা উত্তোলন করা হয়। এরপর সাড়ে ৮ টায় পৌর কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করেন। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শহীদ মাজার পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে যোগদান করেন। বাদ যোহর পৌর এলাকার প্রতিটি মসজিদ বিশেষ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


অন্যদিকে, আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকেও দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। সকাল ৬টায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি। সকাল ৯ টায় শহীদ মাজারে পুষ্পস্তবকার্পণ ও সুরা ফাতেহা পাঠ করে শহীদদের আত্মার শ্রতি শ্রদ্ধা জানানো হয়।


অনুরূপভাবে, আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পৃথকভাবে কর্মসূচি পালন করে। শহীদ মাজারে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরা কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা সমেন্দ্রনাথসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার বর্গ।


আলমডাঙ্গা উপজেলা মঞ্চ চত্তরে বিজয় মেলা উদ্বোধন করা হয়। বিজয় মেলা উদ্বোধন শেষে মেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম সকল মুক্তিযোদ্ধা ও অফিসারদের সাথে নিয়ে সকল স্টল পরিদর্শন করেন।
বেলা ১০টায় বী মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা সমেন্দ্রনাথসহ শতাধিক মুক্তিযোদ্ধা কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।


আলমডাঙ্গা সরকারি কলেজ মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে। সকালে কলেজ চত্তরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ মাজার পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ড. মো: মফিজুর রহমানের সভাপতিত্বে সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।


বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিটিম মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় মুক্তিযোদ্ধা ও বণিক সমিতি বনাম উপজেলা প্রশাসন ও পৌর সভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুরুপভাবে, আলমডাঙ্গা বণিক সমিতির পক্ষ থেকেও দিনটি নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালন করা হয় । এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন খন্দকার আব্দুল্লাহ আল মামুনসহ বণিক সমিতির সকল সদস্যবৃন্দ।


অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক শামীম, সহ-সভাপতি আশরাফ জাহান আবেদ, সহ-সভাপতি কোরবান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ধর্ম সম্পাদক আহসান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক রুবেদুর রশিদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশ আমরা স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমরা রাখবো। ২৪ এ ছাত্র জনতা যেভাবে জীবন দিয়েছে। যার মাধ্যমে স্বাধীনতার পূর্ণতা লাভ করেছে। আগামী দিনে সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক কর্মচারীদের সাথে নিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুরুপভাবে, আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় দিবসের সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগারে কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন মাওলানা আল ইমরান বকুল। আলোচনা পর্বে বিজয়ের তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন ইমদাদুল হক, মুহাম্মদ নাঈম এবং আব্দুল্লাহ আল ইবতিসাম কৌশিক। বিজয়ের কবিতা পাঠ করেন সোহেল রানা, মুহাম্মদ মাহফুজ, মুহাম্মদ আব্দুল্লাহ ও ইমদাদুল হক। স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদ কিরণ, নাদিউজ্জামান রিজভী ও মো: রাহিম উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজল আহমেদ, মাহদী হাসান, ইলিয়াস আব্দুল্লাহ, মুতাসিম বিল্লাহ, সালাউদ্দীন, আদিল, মো: নাসিম, ইসমাইল শিপন ও আন নাফি।


আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটি ও আলমডাঙ্গা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। আলমডাঙ্গা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উপদেষ্টা বনিক সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডা আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির সহ সভাপতি মনিরুজ্জামান মনি (সাবেক চেয়ারম্যান), সহ সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, কোষাধ্যক্ষ সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো শরিফুল ইসলাম পিন্টু, সহ সাধারণত সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, যুব সম্পাদক মুসাব ইবনে শাফায়াত, সদস্য ডন, সহ প্রমুখ।


এছাড়াও আলমডাঙ্গা সাব- রেজিষ্ট্রি অফিস, আলমডাঙ্গার বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা, কুমারী মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলগাছী মাধ্যমকি বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদালয়, ওজোপাডিকো, পল্লি বিদ্যুৎ সমিতিও দিনটি নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। সন্ধ্যায় এরশাদমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram