আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন
দীর্ঘ বছর পর আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে দোয়া মাহফিল এবং বিকেলে বিজয় র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিজয় র্যালিটি উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের চারতলার মোড়, হাজী মোড়, মাছ বাজার হয়ে আলিফ উদ্দিন (আলতায়েবা) মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক বিলাল হোসাইন, আলমডাঙ্গা সিদ্দীকায় আলিম মাদ্রাসার প্রভাষক শফি উদ্দিন।
উপজেলা জামায়াতে সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজার উপস্থাপনায় ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের মধ্যে উপস্থিত ছিলেন সজিবুর রহমান, আব্দুল সালাম, আমান উদ্দিন, মাওলানা শওকত আলী, ফজলুল হক, শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, শিপন আলী, শাহজান আলী, আব্দুল মান্নান, শফি উদ্দিন মিঠু, আশাদুল হক, সাদ্দাম হোসেন, হারুন অর রশিদ, মিজানুর রহমান বকুল, রিপন ডাক্তার, পৌর শিবিরের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি খালিদ হোসেনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী, ওলামা পরিষদ, ছাত্রশিবিরের দায়িত্বশীল ও কয়েকশ সাধারন মানুষ ।