আলমডাঙ্গায় গাঁজাসহ পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মজনু মিয়া গ্রেফতার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৬, ২০২৪
43
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য গাঁজাসহ পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মজনু মিয়াকে গ্রেফতার করেছে। ১৫ ডিসেম্বর রবিবার দুপুরে গাঁজা বিক্রয়কালে মজনু মিয়াকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মৃত আবের আলীর ছেলে মজনু মিয়া(৫৫) দীর্ঘদিন ধরে নিজ মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছিল। তার নিকট এলাকার বাইরে থেকে প্রতিনিয়ত মানুষ মাদক ক্রয় করতে আসতো।
রবিবার দুপুরে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই সঞ্জিত সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।