আলমডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন
আলমডাঙ্গায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। সকালে দিবসটি উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। পুষ্প মাল্য অর্পণ শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় । দোয়া শেষে উপজেলা পরিষদ হলরুমে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম সভাপতিত্বে ১৪ ডিসেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আক্তার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুল হক, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আখি, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর ওবাইদুল্লাহ,
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাস্টার, সরকারি কলেজের প্রভাসক মাকসুদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএস শাহরিয়ার মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আইসিটি বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারি শিক্ষা কর্মকর্তা বখতিয়ার হোসেন, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য কামরুজ্জামান কাজল সহ বীর মুক্তিযোদ্ধা গন উপজেলার বিভিন্ন কর্মকর্তা , শিক্ষক প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।