আলমডাঙ্গা উপজেলা শাখা জামায়াতের মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বের শুক্রবার বিকেলে আল আমীন সোসাইটি মাদরাসায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আমির শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, যুব ও মানবাধিকার সম্পাদক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা শ্রমিককল্যাণ সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী।
সভাটি উপস্থাপনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা। সভায় প্রধান অতিথি গত নভেম্বর মাসের সকল ইউনিয়নের কাজের পর্যালোচনা করেন এবং ডিসেম্বর মাসের জন্য বিভিন্ন পরিকল্পনা প্রদান করেন।